“তাহিরপুর হাওরাঞ্চলের মুল গোরমা হাওরসহ তাহিরপুর এবং মধ্যনগরের কয়েকটি ছোট বড় হাওর বাঁচানোর অংশ হিসেবে দুমাল-লামাগাঁও এর মাঝের খালের বাবুর জাঙ্গালে একটি বিকল্প বাধ নির্মাণ প্রায় শেষের পথে।তাছাড়া সন্তোষপুর থেকে দুমাল পর্যন্ত সড়কের নিচের কালভার্টগুলো বন্ধ করা হয়েছে। আশা করছি আমরা কৃষকের কষ্টের সোনার ফসল রক্ষা করতে পারব”।
১ ঘন্টা পুর্বে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রায়হান কবীর সোস্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে বলেন,যারা উদ্যোগটি গ্রহণ ও বাস্তবায়নে পরামর্শ প্রদান করেছেন এবং বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্মানিত কৃষকদের নিয়ে ফসল সম্পুর্নভাবে ঘরে না ওঠা পর্যন্ত আমরা বাঁধেই আছি। সকলের সহযোগিতা কামনা করছি।(প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট করুন