স্বপন কুমার বর্মন,বিশ্বম্ভরপুরঃ-
সুনামগঞ্জ জেলা কাব্যকথা সাহিত্য পরিষদের উদ্যোগে ১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩ ঘটিকায় এইচ এম পি স্কুলে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে ।
সুনামগঞ্জ জেলা কাব্যকথা সাহিত্য পরিষদের সভাপতি কবি ইয়াকুব বখত বাহলুল এর সভাপতিত্বে কাব্যকথা সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক ফজলুল হক দোলন এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে সরচিত কবিতা আবৃত্তি ও শুভেচ্ছা বকত্বব্য রাখেন কাব্যকথা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছরাকার বাদশা গাজী, উক্ত পরিষদের উপদেষ্টা হাইকোর্টের সাবেক পিপি এডভোকেট শাহ আলম মহি উদ্দিন, বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত গীতিকার আলহাজ্ব শেখ এম এ ওয়ারিশ এ কবি সাহিত্য আড্ডায় আরও উপস্থিত ছিলেন ছরাকার কবি ওবায়দুল মুন্সি, পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি সৈয়দ আহমদ আশেকী,যুগ্ম সম্পাদক কন্ঠ শিল্পী রাহমান তৈয়ব, উক্ত পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান, সহ সম্পাদক একরামুল হক সেলিম, কবি মিলন আহমদ প্রমুখ্য।এতে স্বরচিত কবিতা পাঠ,গান, স্মৃতিচারণসহ সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
কমেন্ট করুন