সজীব ভট্টাচার্য্য, বিয়ানীবাজার ঃ-বিয়ানীবাজার উপজেলায় করোনা ভাইরাসে আরো ৩৩জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিয়ানীবাজারে করোনায় মোট আক্রান্ত হলেন ১৪২৪ জন।বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এজি টেস্টে ৬জন, গত ২১ আগস্ট পাঠানো নমুনা থেকে ১৯ জন এবং সিলেটের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন বিয়ানীবাজারের আরো ২জন। একই সাথে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এজি টেস্টে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে সোম ও মঙ্গলবার মিলিয়ে করোনা আক্রান্ত হলেন ৩৩জন।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কমেন্ট করুন