দুই ভাইয়ের অসুস্থতা এবং চিকিৎসা নিয়ে পারিবারিকভাবে একটি কঠিন সময় অতিক্রম করছি আমরা। হাবিব ভাইর মুম্বাইতে বোনমেরু ট্রান্সপ্লান্ট হয়েছে।হাইডোজ কেমো এবং বোনমেরু ট্রান্সপ্লান্ট এর কারণে শারীরিক কষ্টের ভেতর থাকতে হচ্ছে আইসোলেশনে।প্লাটিলেট কমে যাওয়াতে আজ প্লাটিলেট দেয়া হবে।গতকাল অক্সিজেন সাপোর্ট ও দেয়া হয়।চিকিৎসকরা বলেছেন সব কিছু চিকিৎসার অংশ হিসাবেই করা হচ্ছে।ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে আসবে।
মতি ভাইর গত বৃহষ্পতিবারে গলব্লাডার অপারেশন হয়েছে।অপারেশনের সময় এ্যানেসথেশিয়া দেয়ার পর ব্লাডপ্রেশার এবং হার্টের পাম্প রেট কমে গিয়ে বেশ জটিল অবস্থা তৈরি হয়। পরে আড়াই ঘন্টায় অপারেশন সফল হয়।পোস্ট অপারেটিভে এবং কেবিনে দুদিন অক্সিজেন সাপোর্ট দেয়া হয়। গতকাল থেকে উনি ভাল আছেন।
এরকম অবস্থায় সবার কাছে আমার ভাইদের জন্য দোয়া প্রার্থনা করছি।পরম করুনাময় আল্লাহর কাছে আপনাদের প্রার্থনায় রাখবেন। ইনশাআল্লাহ উনারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। (প্রেস রিলিজ)
কমেন্ট করুন