স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জয়নাল আবেদীন বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন মন্দিরে শ্রী শ্রী দূর্গা পূজার চলমান প্রতিমা নির্মান কাজ পরিদর্শন করেন। মঙ্গলবার(০৫অক্টোবর) অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন উপজেলা সদর কৃষ্ণনগর সার্ব জনীন মন্দির, পলাশ সার্বজনীন মন্দির সহ বিভিন্ন মন্দিরে প্রতিমা নির্মান চলমান কাজ পরিদর্শন করেন। তিনি মন্দিরে প্রতিমা নির্মান কাজ ও আইন শৃংঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে মন্দিরের লোকজনের সাথে কথা বলেন এবং খোজ খবর নেন। তিনি বলেন সুষ্ঠু শান্তি পূর্ণ ভাবে যথাযোগ্য মর্যদায় শারদীয় দূর্গা পূজা অনুষ্টানে সকলকে সচেতন হয়ে সতর্ক থাকতে হবে। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, ২য় কর্মকর্তা এসআই আব্দুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন সহ স্ব স্ব মন্দিরের লোকজন।
কমেন্ট করুন